সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজার, কাঠের পুল, চৌরাস্তার মোড়, বাহিরগোলা প্রভৃতি এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায় বাজারের প্রায় সকল চিংড়িই অবৈধ উপায়ে জেলি মিশ্রিত উপায়ে বিক্রি করছেন। এ বিষয়ে তাদের জবাব তারা এ সম্পর্কে জানেন না কিছুই।
এসময় অন্তত ৩০ কেজির মত অবৈধ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ জন ব্যবসায়ীকে সর্বমোট ১৩৫০০৳ অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেনসহ মৎস্য বিভাগের স্টাফগণ, সদর থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের স্টাফগণ।