সিরাজগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ কেজির অবৈধ চিংড়ি জব্দ করে ধ্বংস করে - DailynotunAlo

সর্বশেষ খবর

সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ কেজির অবৈধ চিংড়ি জব্দ করে ধ্বংস করে



সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজার, কাঠের পুল, চৌরাস্তার মোড়, বাহিরগোলা প্রভৃতি এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায় বাজারের প্রায় সকল চিংড়িই  অবৈধ উপায়ে জেলি মিশ্রিত উপায়ে বিক্রি করছেন। এ বিষয়ে তাদের জবাব তারা এ সম্পর্কে জানেন না কিছুই। 

এসময় অন্তত ৩০ কেজির মত অবৈধ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ জন ব্যবসায়ীকে সর্বমোট ১৩৫০০৳ অর্থদণ্ড দেয়া হয়। 

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেনসহ মৎস্য বিভাগের স্টাফগণ, সদর থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের স্টাফগণ।

Pages