আজ সকাল আনুমানিক ৮ টার দিকে তাড়াশে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়।
এতে ট্রাকের ভিতরে থাকা কোনো মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলে ও জানা গেছে ট্রাক বোঝাই সিমেন্টের পরিমান প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। সেখান কার স্থানীয় জনগণ জানায় পুকুর পারে এই ভাঙ্গার রাস্তার কারনে প্রায়ই দূর্ঘটনার শিকার হন গাড়ি চালোকরা। অনেক দিন ধরে ভাঙ্গা রাস্তার এমন অবস্থা জানা শর্তেও সেখান কার চেয়ারম্যান রাস্তা মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় দুঃখ প্রকাশ করেছেন তারা এবং খুব দূত এই রাস্তার সংস্করণের জন্য জোর দাবি জানান।
লোকেশনঃ বিনসাড়া, তাড়াশ,সিরজগঞ্জ।