আজ ৮ ডিসেম্বর ফেসবুক গ্রুপ ভিজিট করে দেখা যায় “২০১৬-১৭ ৪র্থ বর্ষ রুটিন বাতিল চাই” গ্রুপের সকল এডমিন মডারেটর গ্রুপ থেকে লেফট নিয়ে Shela Akter নামে একটি আইডি মডারেটর করে রেখেছে এবং গ্রুপের কভার ফটো আপডেট করেছে ” গ্রুপের কভার ফটোতে লিখা স্থগিত স্থগিত স্থগিত রুটিন বাতিলের আন্দোলনের সব ধরনের কার্যক্রম ২৮ তারিখ পর্যন্ত স্থগিত করা হলো সবাই পড়তে বসেন”
এই কভার ফটোর কমেন্টে ভুক্তভোগী Angel Maria নামে একজন মন্তব্য করেছেন”
টাকা তো কম কামান নাই৷ আমি নিজেও ১০০ টাকা দিছিলাম৷ মেক্সিমাম সবার থেকে ১০০-২০০ এর টাকা করে নিছিলেন”
টাকা তো কম কামান নাই৷ আমি নিজেও ১০০ টাকা দিছিলাম৷ মেক্সিমাম সবার থেকে ১০০-২০০ এর টাকা করে নিছিলেন”
এই মন্তব্যের উত্তরে Shela Akter নামের এডমিন Angel Maria কে বলেছে” যারা আপনাদের দায়িত্ব নিয়েছিলো সবই পালিয়েছে।
ঠিক এই মন্তব্যের রিপ্লেতে Angel Maria এডমিন Shela Akter কে বলে” টাকার ভাগ তো আপনি ও পাইছেন।