শিক্ষার্থীদের টাকা নিয়ে পালালো অনার্স ৪র্থ বর্ষ রুটিন বাতিল গ্রুপের এডমিনরা! - DailynotunAlo

সর্বশেষ খবর

মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

শিক্ষার্থীদের টাকা নিয়ে পালালো অনার্স ৪র্থ বর্ষ রুটিন বাতিল গ্রুপের এডমিনরা!

শিক্ষার্থীদের টাকা নিয়ে পালালো ৪র্থ বর্ষ রুটিন বাতিল গ্রুপের এডমিনরা! জ্বি ঠিকই শুনেছেন অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশিত হবার পর থেকে ফেসবুকে একটি প্রতারক চক্র রুটিন বাতিল করার আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশ/ নগদ/ রকেট সহ বিভিন্ন ভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়েছে।
আজ ৮ ডিসেম্বর ফেসবুক গ্রুপ ভিজিট করে দেখা যায় “২০১৬-১৭ ৪র্থ বর্ষ রুটিন বাতিল চাই” গ্রুপের সকল এডমিন মডারেটর গ্রুপ থেকে লেফট নিয়ে Shela Akter নামে একটি আইডি মডারেটর করে রেখেছে এবং গ্রুপের কভার ফটো আপডেট করেছে ” গ্রুপের কভার ফটোতে লিখা স্থগিত স্থগিত স্থগিত রুটিন বাতিলের আন্দোলনের সব ধরনের কার্যক্রম ২৮ তারিখ পর্যন্ত স্থগিত করা হলো সবাই পড়তে বসেন”
এই কভার ফটোর কমেন্টে ভুক্তভোগী Angel Maria নামে একজন মন্তব্য করেছেন”
টাকা তো কম কামান নাই৷ আমি নিজেও ১০০ টাকা দিছিলাম৷ মেক্সিমাম সবার থেকে ১০০-২০০ এর টাকা করে নিছিলেন”

এই মন্তব্যের উত্তরে Shela Akter নামের এডমিন Angel Maria কে বলেছে” যারা আপনাদের দায়িত্ব নিয়েছিলো সবই পালিয়েছে।
ঠিক এই মন্তব্যের রিপ্লেতে Angel Maria এডমিন Shela Akter কে বলে” টাকার ভাগ তো আপনি ও পাইছেন।


Pages