আজ ২২ই জুন ২০২০ তারিখে, গত ২৪ ঘন্টায়,
৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন পজেটিভ (৩জন অন্য জেলার) এসেছেন। অর্থাৎ সিরাজগঞ্জে নতুন ১২জন শনাক্ত। এদের মধ্যে ৪জন শাহজাদপুর, ৩জন চৌহালি, ২জন বেলকুচি, ২জন তাড়াশ, ১জন সদরের বাসিন্দা। এ নিয়ে সিরাজগঞ্জে মোট শনাক্ত ২৮০ জন।
নতুন সুস্থ ৪জন এবং মোট সুস্থ ২০ জন।
নতুন মৃত্যু নাই, মোট মৃত্যু অপরিবর্তিত ৩জন।