নতুন রাজনৈতিক দল গঠনের ষোষনা ভিপি নুরের। - DailynotunAlo

সর্বশেষ খবর

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

নতুন রাজনৈতিক দল গঠনের ষোষনা ভিপি নুরের।



নতুন রাজনৈতিক দল গঠনের ষোষনা ভিপি নুরের। 
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি নুর এবার রাজনীতির মাঠে নামবেন। (০৯ জুন) রাতে তার ফেসবুক লাইভে এসে এসব কথা জানান।

 তিনি আরো বলেন আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছি। 

এবং তার জন্য কয়েকটি পরিষদ গঠন করতে যাচ্ছি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করে ফেলেছি। নূর আরো বলেন আগে আমি সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছি আজ আমি সারাদেশের মানুষ এর জন্য কথা বলতে চাই । 

এর জন্য আমি মনে করি সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে আজ আমি সারাদেশের মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার পাত্রে পরিণত হয়েছে। 
সবাই আমার জন্য দোয়া করবেন যেনো 
আমি আপনাদের বিশ্বাস ও আস্থার ওপর আপনাদের জন্য কাজ করে যতে পারি। 
কোনো দুষ্টলোকের প্ররোচনায় পড়ে যেনো
 আমার রাস্তা থেকে সরে না দাড়াই।  

Pages