অং সান সু চি এবং মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিনতকে আটক করেছে সেনাবাহিনী। - DailynotunAlo

সর্বশেষ খবর

রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

অং সান সু চি এবং মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিনতকে আটক করেছে সেনাবাহিনী।



মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক অং সান সুচি।

ভোরে প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের আটক করা হয়।

ভোট কারচুপির অভিযোগে  মিয়ানমার সেনাবাহিনী তাদের আটক করে। 

নেপিদোতে টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ।

রাজধানীসহ মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরে সেনা মোতায়েন। মিয়ানমারের সেনাবাহিনী আজ সোমবার দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ দলটির অন্য জ্যেষ্ঠ নেতাদের ছেড়ে দিতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং মিয়ানমারে অভ্যুত্থানে আমেরিকার নিন্দা, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। 

Pages