দীর্ঘ দিন ধরে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় শিক্ষারর্থীদের ক্লাস ও পরীক্ষার সকল কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করেছে। এবং শিক্ষার্থীরা যেনো কোনো রকম ঝুঁকিতে না পড়ে তার জন্য এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি নাম্বারের ওপর ভিত্তি করে অটোপাস দেওয়া হয়। তাই এবারো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন করোনা ভাইরাসের পরিস্থিতি এখনো সাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এসএসসি পরীক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে কোনো পরীক্ষা নিবো না। তাদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে গতানুগতিক পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের জন্য চিন্তা ভাবনা করছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্সামিনেশন সেন্টার’। তাই এই চলোমান করোনা ভাইরাস পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে কোনো পাবলিক পরীক্ষা নেয়া হবে না বলে একটি বেসরকারি সংবাদ ভিত্তিক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সেই সাথে বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা-কার্যক্রম চালু করতে।
বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে কোনো পাবলিক পরীক্ষা নেওয়া হবে না
সবার খবর সর্বশেষ খবর।