এবার ভারতের থেকে আলাদা মানচিত্র প্রকাশ করা হলো জম্মু-কাশ্মীর, ও লাদাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি মানচিত্র প্রকাশ করেছেন।
সেখানে পুরো ভারতকে গাঢ় নীল রঙে চিহ্নিত করা হলেও জম্মু-কাশ্মীর এবং লাদাখ কে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। সেই সাথে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে আকসাই চিনকে।
এটা নিয়ে বিতর্ক হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা who বলেছে তারা এই মানচিত্র রাষ্ট্রসংঘের অনুমতি নিয়ে আমরা Covid-19 ড্যাশবোর্ড প্রকাশ করেছি। এবং কোন কোন দেশ এই করোনায় কতোটা
ক্ষতিগ্রস্ত এই মানচিত্র মাধ্যমে সেটা তুলে ধরেছি। আর এটা তারা রাষ্ট্রসংঘের গাইডলাইন মেনে করেছে বলে জানায়। তবে ভারতীয়দের কিছু মানুষ মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা who চিন থেকে বড় একটা আথিক অনুদান পেয়ে থাকে যার জন্য who এই মানচিত্র প্রকাশ করেছে।
সূত্রঃ zee24 ghanta