ধানের শীষের স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে পড়ে বেলকুচি উপজেলার রাজপথ। - DailynotunAlo

সর্বশেষ খবর

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

ধানের শীষের স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে পড়ে বেলকুচি উপজেলার রাজপথ।



সিরাজগঞ্জ, বেলকুচি উপজেলায় পৌর সভার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আলতাফ প্রামানিক এর ধানের শীষের মিছিলে বিএনপির জনতার ঢলের মাধ্যমে গণজোয়ারে সৃষ্টি হয় । 

ধানের শীষের স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে পড়ে বেলকুচি উপজেলার রাজপথ । নেতা ও কর্মীরা বিএনপির সহ প্রচার সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলীম এর নেতৃত্বে বেলকুচি উপজেলার রাজ পথে নেমে পড়েন। 

 এবং সাথে ছিলেন ধানের শীষের মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক। মিছিল শেষে আমিরুল ইসলাম খান আলিম নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন আগামী ১৬ তারিখ পৌর সভার নির্বাচনের মাধ্যেমে ধানের শীষের বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত সকল নেতা কর্মীদের মাঠে থাকার আহবান করেন । 

এবং আগামী ১৬ তারিখে আমরা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের বিজয় এর মাধ্যমে গনতন্ত্রের পতাকা পুনরুদ্ধার করবে বলে জানান। 

সেই সাথে হুশিয়ার করে দেন যদি ১৬ তারিখের উপজেলা নির্বাচনে কোনো রকম ভোট কারচুপির চেষ্টা করলে বেলকুচি থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। 

Pages