সোমবার (১১ জানুয়ারি) দিনব্যাপী বেলকুচি উপজেলার পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী আলতাফ প্রামানিক এর ধানের শীষ প্রতীক নিয়ে প্রচার-প্রচারনা চালায় বিএনপির নেতা-কর্মীরা। এ-সময় সুলতান সালাউদ্দীন টুকু ও আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের মিছিলে জনতার ঢল নামে বেলকুচিতে। এক পর্যায় মিছিল শেষে সেখানে উপস্থিত থাকা দলের নেতারা জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেলকুচি পৌর নির্বাচনে ভোটের মাঠে জনতার ভালোবাসায় আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিজয়ী হবে বলে জানায়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সভাপতি, ও যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, শহিদুল ইসলাম বাবুল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ক্রিড়া সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।