সত্য কথা বলার কারণে হয়তো আমার চাকরিটাও থাকবে নাঃ ওবায়দুল কাদেরের ছোট ভাই - DailynotunAlo

সর্বশেষ খবর

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

সত্য কথা বলার কারণে হয়তো আমার চাকরিটাও থাকবে নাঃ ওবায়দুল কাদেরের ছোট ভাই



সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুর কাদের মির্জা। তিনি নোয়াখালী বসুর হাট পৌরসভার আওয়ামী লীগ এর দলীয় পার্থী। ৭নং ওয়ার্ডে পৌরসভার এক নির্বাচনী সভায় তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের কাছে চেয়েছে গাছের ফল আর আমলারা প্রধানমন্ত্রীকে গাছ সহ দিয়ে দিছেন আর সেটা বললেই সব আমার দোষ সত্য কথা বলার কারণে হয়তো আমার চাকরিটাও থাকবে না। পৌরসভার নির্বাচন উপলক্ষে নোয়াখালী বসুর হাট বৃহস্পতিবার মুজিব গেট এলাকার পথসভায় এসব কথা বলেন কাদের মির্জা। তিনি আরো বলেন বিএনপি জামাত আমার কোনো পোস্টার ছেঁড়েনি তাই সবাইকে অনুরোধ করেছেন বিএনপি জামাত এর কোনো পোস্টার বা বন্যার না ছিঁড়তে। তিনি অভিযোগ করে বলেন ফেনি মাইজদী থেকে আসা সন্তাসীরা আমাকে বিরক্ত করার জন্য এই সব কাজ করেছে। তারা আমাকে খুনের হুমকি দেয় কিন্তুু আমি তাদের ভয় পাইনা। তাই আমাকে হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আব্দুর কাদের মির্জা প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানিয়েছেন সেটা হলো নিরপেক্ষ নির্বাচন দিতে আর এটাই সে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে বলে জানান। 

Pages