আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো : রুহুল কবির রিজভী - DailynotunAlo

সর্বশেষ খবর

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো : রুহুল কবির রিজভী

আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো : রুহুল কবির রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে, তাই র‌্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াতে ভারতের কাছে সহায়তা চাচ্ছে। 

এদেশে কোন গণতন্ত্র নাই, দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের দিন শেষ হয়ে এসেছে, আমরা আন্দোলনের মাধ্যমে খুব দ্রুতই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো।

আজ বুধবার (২৭ এপ্রিল), দুপুর বারটার দিকে বেলকুচি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তামাই এলাকা অসহায়, দুস্থ প্রায় ২৫'শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) বাসীর মাঝে বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই সরকারের দিনক্ষণ শেষ হয়ে এসেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এ ধরণের অনাচারের সরকার এই বাংলাদেশে টিকতে পারে না। এটা ওলি আউলিয়াদের দেশ। মুক্তিযুদ্ধের রক্তস্নাত দেশ। এখানো অন্যায় অত্যাচার করে টিকে থাকা যায় না। 

রুহুল কবির রিজভী বলেন, এই গুম খুনের তালিকায় শুধু দেশের চোর ডাকাত নয়; দেশের সাবেক সংসদ সদস্যরাও রয়েছেন। শুধু তাই নয়, এদেশের ভোটাধিকার, গণতন্ত্র, দিনের ভোট রাত্রে করা সহ সব অপকর্ম করেছে। সেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তোলার জন্য এখন ভারতের কাছে ধর্না দিয়ে তদবির করা হচ্ছে।

তিনি বলেন, আগামীতে আরো একটি পাতানো নির্বাচন করার জন্য র‌্যাবকে কাজে লাগাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের কাছে ধর্না দিচ্ছে সরকার। কারণ তারা এমন নির্বাচন করতে চায় যে নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরাট করা হবে। মানুষ ভোটকেন্দ্রে যেতে পারবে না। তাই আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আদরের ধন হচ্ছে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী। একারণেই আওয়ামী সরকারের মাথা খারাপ হয়েছে যে কেনো র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো। 

বিএনপির এই মুখপাত্র বলেন, বৃহত্তর পাবনা সিরাজগঞ্জের তাঁতশিল্প আজ বন্ধের উপক্রম। আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন এই তাঁত শিল্পের সুতা থেকে শুরু করে রং সকল উপকরণের দাম হু হু করে বেড়েছে। বিএনপির আমলে স্বল্পসুদে ব্যাংক ঋণ দেয়া হতো। । 

Pages