Dr.Zubaida Rahman - DailynotunAlo

সর্বশেষ খবর

মঙ্গলবার, ২৪ মে, ২০২২

Dr.Zubaida Rahman

জোবাইদা রহমান একজন বাংলাদেশী ডাক্তার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।


ব্যক্তিগত জীবন

জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।[২]

১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার দুই বছর আগে তারেকের সাথে জোবাইদার বিয়ে হয়। ২০০৮ সালে তারেকের জেলমুক্তির পর শিক্ষাছুটি নিয়ে তারেকের চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

ক্যারিয়ার

জোবাইদা লন্ডনের ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অব মেডিসিন থেকে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরীতে যোগ দেন।

তথ্যসূত্র

  1. টেলিভিশন, Ekushey TV | একুশে। "আলোচনায় ডা. জোবাইদা রহমান"। Ekushey TV। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮
  2. ↑   "আলোচনায় ডা. জোবাইদা"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮

Pages